Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
‍গবাদী পশু হাঁস-মুরগী পালন,প্রাথমিক চিকিৎসা,মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
বিস্তারিত

ভর্তি বিজ্ঞপ্তি

 

         আপনি কি ১৮-৩৫বছর বয়সী বেকার যুবক/যুবমহিলা ? আপনি কি প্রতিষ্ঠিত হতে পারেননি ? আর হতাশা নয়। যুব উন্নয়ন অধিপ্তরে প্রশিক্ষণ নিন,জীবন গড়ুন,দেশ গড়ুন।

 

        *বর্ণিত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করলে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সনদপত্র প্রদান করা হয়।

        *উক্ত সনদপত্রের উপর ভিত্তি করে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণকারী যুবকে যুব উন্নয়ন অধিদপ্তর থিকে যুব ঋণ সহায়তা প্রদান করা হয়।

 

        দেশের বেকার যুবদের কৃষি এবং কারিগরী বিষয়ে দক্ষতাবৃদ্ধি,কর্মসংস্থান এবং আত্মকর্মস্থানের লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য বেকার যুবক ও যুবমহিলাদের নিকট থেকে নিম্নবর্ণিত অনুসরণপূর্বক দরখাস্ত আহবান করা যা্চ্ছে।

 

দরখাস্ত ও ভর্ত্তি সংক্রান্ত নিয়মাবলী নিম্নরুপ :

১। কোর্স ফি ১০০/-,শিক্ষাগত যোগ্যতা-নুন্যতম ৮ম শ্রেণী পাশ, দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ:-12/04/2015খ্রিঃ,সাক্ষাৎকারের তারিখ:-14/০4/2015খ্রিঃ,প্রশিক্ষণ শুরু তারিখ:- 15/০4/2015খ্রিঃ।

 

২। কোর্সটি আবাসিকভাবে পচিালিত হবে।

 

৩। বর্ণিত কোর্সে/ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বৎসর এবং  বেকার যুবক ও যুবমহিলা হতে হবে।তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

 

৪। যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুবমহিলা প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে।

 

৫। উপজেলা/জেলা কার্যালয় থেকে দরখাস্তের আবেদন ফরম সংগ্রহপূর্বক নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে।

 

৬। আবেদনপত্রের সাথে (ক)শিক্ষাগত যোগ্যতা ও বয়স প্রমানের প্রত্যয়ন পত্র(খ)ভোটার আইডি কার্ড বা স্থানীয় ইউণিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরকমিশনার/জন্ম নিবন্ধন সনদপত্র/প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র (গ)স্থানীয় ইউণিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর কমিশনার কর্তৃক প্রদত্ত বেকারত্ব সনদপত্র এবং (ঘ) সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।নির্বাচনী পরীক্ষার সময় মূল সনদপত্রসমূহ সংগে আনতে হবে।

 

৭। বর্নিত প্রশিক্ষণ কোর্সের/ট্রেডের আবেদনপত্র স্ব স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর দাখিল করতে হবে।

 

৮। ভর্তির জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে সকাল১০.০০ঘটিকায় হাজির হতে হবে। এ জন্য কোন প্রকার টি,এ/ডি,এ দেয়া হবে না।

 

৯। অতিরিক্ত তর্থ্যের জন্য  জেলা/উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডের মাধ্যমে জানতে পারবেন।

১০। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/04/2014